সাধারণ মানুষের দান অনুদানে করোনা রোগীদের চিকিৎসায় চট্টগ্রামে গড়ে তোলা হচ্ছে আইসোলেশন সেন্টার।চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে কোভিড
আক্রান্তের সংখ্যা। এর মধ্যে আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজারে পৌঁছেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে শতাধিক।বাড়ছে শ্বাস কষ্টসহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা কোভিডের পাশাপাশি অনান্য রোগে আক্রান্ত রোগীদের নিয়ে
হিমসিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তাদের। তিল ধারনের ঠাঁই নেই হাসপাতালে নেই
পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, আইসিইউসহ ভেন্টিলেশন সুবিধা। এ অবস্থায় চট্টগ্রামের
হালিশহরে একদল তরুণ এগিয়ে এসেছেন করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায়।গড়ে তুলছেন একশ শয্যার আইসুলেশন সেন্টার যেখানে থাকবে রোগীদের জন্য সকল সুযোগ সুবিধা। সামাজিক দায়বদ্ধতা থেকে আইসোলেশন সেন্টারটি গড়ে তোলার কথা
জানান উদ্যোক্তরা। এতে সাধারণ মানুষ সহায়তা করছে বলেও জানান তারা।
চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস।