অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব সঙ্গীতঃ জগজিৎ সিং-এর স্বরণে তাঁর গান


বিশ্ব সঙ্গীতঃ জগজিৎ সিং-এর স্বরণে তাঁর গান
বিশ্ব সঙ্গীতঃ জগজিৎ সিং-এর স্বরণে তাঁর গান

চিঠি নেই, কোন খবর নেই, এ কেমন দেশে তুমি চলে গেলে? আমার মনে কষ্ট দিয়ে তুমি এ কোন দেশে চলে গেলে? আমার ভালোবাসা তোমাকে খুঁজে বেড়ায়, তুমি কোথায় হারিয়ে গেলে?

শুনছেন গজল সঙ্গীতের উজ্জ্বল তারকা – জগজিৎ সিং-এর গান “চিট্‌ঠি না কোই সান্দেস”।

জগজিৎ সিং আর আমাদের মাঝে নেই। ১০ই অক্টোবর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে মাথায় রক্তখরনের কারনে তিনি মারা যান। লাইফ সাপোর্টেই বেঁচে ছিলেন জীবনের শেষ দিনগুলোতে। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭০ বছর।

তিনি বিয়ে করেছিলেন চিত্রা সিং-কে। দুজনে একসাথে গান গাইতেন। এই জুটি ছিলো অত্যন্ত জনপ্রিয়। কিন্তু তাদের ১৯ বছরের ছেলে সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর, চিত্রা সিং আর গান করেন নি।

কিন্তু জগজিৎ সিং মৃত্যুর আগে পর্যন্তও গান ও গানের প্রতি তাঁর ভালোবাসা ধরে রেখেছিলেন। তিনি আর আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর গান আমাদের মাঝেই থাকবে চিরকাল।

XS
SM
MD
LG