অ্যাকসেসিবিলিটি লিংক

ক্রেডিট কার্ড জালিয়াতি-পোলান্ডের নাগরিক গ্রেপ্তার


ক্রেডিট কার্ড জালিয়াতি
পোলান্ডের নাগরিক গ্রেপ্তার
ক্রেডিট কার্ড জালিয়াতির নায়ক পোলান্ডের নাগরিক পিটার এখন গোয়েন্দা হেফাজতে। সঙ্গে ঢাকার সিটি ব্যাংকের আরও তিন কর্মকর্তা। এই চারজনকেই ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই চক্রটি এটিএম বুথে জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছিল। অতিসম্প্রতি একটি ব্যাংকের ২১টি একাউন্ট থেকে জালিয়াতি করে টাকা উত্তোলনের খবর গণমাধ্যমে প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্টদের। রোববার রাতে গুলশানের একটি বাসা থেকে পিটারকে গ্রেপ্তার করা হয়। সিসি টিভির ফুটেজ মিলিয়ে দেখার পর নিশ্চিত হওয়া যায় এই সেই পিটার যে কার্ড জালিয়াতিতে জড়িত। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে পিটারদের পুরো নেটওয়ার্কের তথ্য প্রকাশ করেন।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, পিটার মূলত এক লন্ডন প্রবাসী বাংলাদেশি এবং একজন বুলগেরিয়ান নাগরিককে নিয়ে বাংলাদেশে কার্ড জালিয়াতির এই নেটওয়ার্ক গড়ে তোলে। পিটার বছর চারেক আগে বাংলাদেশে আসেন, পরে এক বাংলাদেশিকে বিয়ে করেন। পোলান্ডের নাগরিক হলেও জার্মানির নাগরিক সনদও তার কাছে পাওয়া গেছে। পিটার তিনটি দেশে ওয়ান্টেড ক্রিমিনাল।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:38 0:00


XS
SM
MD
LG