বৃটেনে জঙ্গি হামলার আশঙ্কা
বৃটেনে যে কোন সময় জঙ্গি হামলা হতে পারে। মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যার বার্নার্ড হগান হাও ডেইলি মিররকে বলেছেন, হামলা কখন হবে সেটাই বিষয়। আদৌ হবে কিনা সেটা নয়। তিনি বলেছেন, হামলা হবে না সেই প্রতিশ্রুতি তার পক্ষে দেয়া সম্ভব নয়। হামলা রুখতে পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে, এটা বলতে পারি। স্যার বার্নার্ড ইউরোপ জুড়ে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বলেন, এই ভয়টা তিনি অনুভব করেন এবং বুঝেন। আর এমন হামলা প্রতিহত করার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার কাছে জনগণের প্রত্যাশা অনেক, সেটা না বুঝার কথা নয়। যদিও দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পুরোপুরি আশ্বাস দিতে পারছি না। বৃটেনে সন্ত্রাসী হামলার ঝুঁকি দুই বছর থেকেই প্রবল। বৃটিশ জনগণকে আশ্বস্ত করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের কয়েকটি হামলা ভেস্তে যাওয়ার ঘটনা উল্লেখ করেন। বলেন, বৃটিশ পুলিশের সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলোর সম্পর্ক অত্যন্ত ভাল। তা বৃটেনের জন্য দরকারি।
লন্ডন থেকে মতিউর রহমান চৌধুরী