অ্যাকসেসিবিলিটি লিংক

বগুড়ায় বড় দিনের উৎসব পালিত


একটি সুন্দর পৃথিবী কামনার মধ্য দিয়ে বগুড়াসহ গোটা বাংলাদেশে বড় দিনের উৎসব পালিত হয়েছে। করোনা মহামারির প্রকোপের কারণে এবারের আয়োজন ছিলো সংক্ষিপ্ত। তবু এই দিনটিকে স্মরণে রাখার জন্য খ্রিষ্টান সম্প্রদয়ের মানুষ উপাশনালয়ে আসেন।

উপাশনালয়ে প্রার্থনার পাশাপাশি যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। এসময় খ্রিষ্টান সম্প্রদয়ের ধর্মীয় গুরু বগুড়া খ্রিষ্টীয় মন্ডলী সভাপতি রবার্ট রবিন মারান্ডী এবং পালক গিলবার্ট মৃধা বলেন, যীশু খ্রিষ্ট পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। তাঁর সেই চাওয়া এখনো পুরণ হয়নি। আমরা এই দিনের মধ্য দিয়ে তার অসমাপ্ত কাজগুলো তরান্বিত করতে সবাইকে উদ্বুদ্ধ করি।

please wait

No media source currently available

0:00 0:02:03 0:00

এমন উৎসব উপাশনার দিনে সব মানুষের একটাই প্রার্থনা বিপদ কেটে আবার ফিরে আসুক সুন্দর সময়। নতুন সূর্যের আলোয় ম্লান হয়ে যাক সমস্ত আপদ।

XS
SM
MD
LG