অ্যাকসেসিবিলিটি লিংক

বড়দিনে খ্রিষ্টান ধর্মীয় নেতারা সমস্যা কবলিত পৃথিবীতে শান্তির জন্য প্রার্থনা করেন


Pope Francis delivers the Urbi et Orbi (Latin for ' to the city and to the world' ) Christmas' day blessing from the main balcony of St. Peter's Basilica at the Vatican, Dec. 25, 2016.
Pope Francis delivers the Urbi et Orbi (Latin for ' to the city and to the world' ) Christmas' day blessing from the main balcony of St. Peter's Basilica at the Vatican, Dec. 25, 2016.

পোপ ফ্রান্সিস বড় দিনে যুদ্ধ বিধ্বস্ত ও সন্ত্রাসবাদের হুমকীর সম্মুখীন এই বিশ্বে শান্তির বার্তা দেন।

সেইন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় দাড়িয়ে পোপ ফ্রান্সিস, যাদের সিরিয়ার যুদ্ধে দুর্ভোগ পোহাতে হযেছে, বিশেষ করে আলেপ্পোতে প্রচন্ড লড়াইয়ে যারা বিপর্যস্ত, তাদের কথা বলেন। পোপ, সংঘাতের একটা সমাধান বার করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

হাজার হাজার মানুষ যারা সেইন্ট পিটার্স চত্বরে সমবেত হন পোপের বার্ষিক, শহর ও বিশ্বের প্রতি ভাষণ শোনার জন্য, পোপ ফ্রান্সিস তাদের বলেন সন্ত্রাসবাদ, বিশ্বের শহর ও দেশগুলোতে ভয় ভীতি ও মৃত্যুর বীজ বপন করেছে।

ক্যান্টারবেরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি, যিনি চার্চ অফ ইংল্যান্ড এবং বিশ্বের ৮ কোটি ৫০ লক্ষ অ্যংলিকান খ্রিষ্টানের ধর্মীয় নেতা, তিনিও একই ধরনের মন্তব্য করেন।

XS
SM
MD
LG