যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বড় দিন পালনের উৎসব মুখরতা। শুক্রবার প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে ন্যাশনাল ক্রিসমানট্রি’তে আলো জ্বালিয়ে এর উদ্বোধন করেছেন। ১৯২৩ সাল থেকে এই ঐতিহ্য পালন করা হচ্ছে। এ সময় প্রেসিডেন্ট ওবামা বর্ণবৈষম্যবাদ বিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান প্রদর্শন করেন।
এছাড়া নিউইয়র্কের রকফেলার সেন্টারে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রিসমাস’ট্রি লাইট প্রজ্বলন করা হয়েছে।
এছাড়া নিউইয়র্কের রকফেলার সেন্টারে এবং দেশের বিভিন্ন স্থানে ক্রিসমাস’ট্রি লাইট প্রজ্বলন করা হয়েছে।