অ্যাকসেসিবিলিটি লিংক

হোয়াইট হাউজের পরামর্শেই সিআইএ জেরা করেছে: ডিক চেনী


যুক্তরাস্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনী বলেছেন ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী আক্রমণের পর সন্ত্রাসী সন্দেহে কিভাবে জেরা করা হবে, হোয়াইট হাউজের পরামর্শ নিয়েই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তা করেছে।

বুধবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ডিক চেনী বলেন ঐ কর্মসূচী নেয়া হয়েছিল ঐ ধরণের সন্ত্রাসী ঘটনা যেনো আর না ঘটে তা নিশ্চিত করার লক্ষ্যে।

তিনি বলেন জেরার কৌশল বিষয়ক সেনেট প্রতিবেদন প্রকাশের পর নিন্দা নয়, বরং সিআইএ’র প্রশংসা পাওয়া উচিৎ।

তিনি বলেন ঐ কর্মসূচীর কোথাও সামান্য ভুল ত্রুটি হয়ত ছিল, যা কর্মকতার্রা কৌশলে এড়িয়ে গেছেন। তবে সেইজেরার কৌশলের মাধ্যমে যে অপরিহার্য্য তথ্য সংগৃহিত গয়েছে তা পুনর্বার সন্ত্রাসী হামলা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ছিল।

এদিকে সিআইএ’র জেরার কৌশল নিয়ে সেনেট রিপোর্ট প্রকাশের পর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সিআইএ’র সেইসব কর্মকর্তার বিরুদ্ধে বিচারের দাবী জানিয়েছেন যারা জেরাবা তদন্তের নামে নির্যাতন চালিয়েছেন।

XS
SM
MD
LG