কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রথম মহিলা পরিচালক জিনা হ্যাসপেল আজ শপথ গ্রহণ করেছেন।
ওয়াশিংটনের বাইরে সিআইএ র সদর কার্যালয় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সেনেট চুয়ান্ন-পয়তাল্লিশ ভোটে হ্যাসপেলের মনোনয়ন অনুমোদন করে।
মনোনয়ন শুনানির সময় সাংসদরা হ্যাসপেলকে, সিআইএ তে জিজ্ঞাসাবাদের বিষয়ে অনেক প্রশ্ন করেন।
৬জন ডেমোক্রাট হ্যাসপেলের পক্ষে ভোট দেন। দুজন রিপাবলিকান তার অনুমোদনের বিরুদ্ধে ভোট দেন। মাইক পমপেও’র স্থলাভিষিক্ত হবেন হ্যাসপেল। গত মাসে, পররাষ্ট্র মন্ত্রী হিসেবে পমপেওর মনোনয়ন অনুমোদন করা হয়।