অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট বলেছেন সন্ত্রাসীদের প্রতি কঠোর আচরণের জন্য সিআইএ’র প্রধান হিসেবে মনোনিত প্রার্থী সমালোচনার সম্মুখীন


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান হিসেবে তিনি যাকে মনোনয়ন করেছিলেন জিনা হ্যাসপেল, তিনি সন্ত্রাসীদের প্রতি কঠোর আচরণ করার জন্য। তার তীব্র সমালোচনা করা হচ্ছে।

সোমবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ওই মন্তব্য করেন। তার আগে সংবাদ মাধ্যমে এই খবর শোনা যায় যে হ্যাসপেল গত সপ্তাহে তাঁর মনোনয়ন প্রত্যাহার করার প্রস্তাব দিয়েছেন কারণ সন্দেহভাজন সন্ত্রাসীদের কঠোর জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হ্যাসপেলের ভুমিকার বিষয়ে White House এর কর্মকর্তারা উদ্বিগ্ন ।

Washington Post পত্রিকায় বলা হয়, সেনেটে তাঁর মনোনয়ন শুনানী বেশ কঠিন হতে পারে বলে হ্যাসপেল মনে করেন এবং তিনি আরও মনে করেন তাতে শুধু সিআইএ’র ক্ষতি হবে না, তাঁর সুনাম খর্ব হবে।

বুধবার হ্যাসপেলের মনোনয়ন শুনানী শুরু হবে।

হ্যাসপেল বর্তমানে সিআইএ’র অস্থায়ী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ৩৩ বছর ওই গোয়েন্দা সংস্থায় কাজ করছেন।

XS
SM
MD
LG