অ্যাকসেসিবিলিটি লিংক

ইবোলা রোগের প্রাদুর্ভাব সম্পর্কে আন্তর্জাতিক জরুরী ঘোষণা কি ভ্রমণ ও বাণিজ্যের ওপর প্রভাব ফেলবে?


ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি জরুরি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে Democratic Republic of Congo এর পূর্বাঞ্চলে ইবোলা প্রাদুর্ভাব গুরুতর উদ্বেগের ব্যাপার হলেও, জনস্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক উদ্বেগগুলির কারণ নয় কেননা ভাইরাসটি প্রতিবেশী দেশগুলিতে এখনও ছড়িয়ে পড়েনি।

এই কমিটির চেয়ারম্যান রবার্ট স্টিফেন বলেন, কমিটি একমত যে এই সময়ে একটি আন্তর্জাতিক জরুরী ঘোষণা ভ্রমণ ও বাণিজ্যের ওপর প্রভাব ফেলবে।

আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে বিষয়ে VOA-এর সংবাদদাতা Lisa Schlein এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

XS
SM
MD
LG