অ্যাকসেসিবিলিটি লিংক

সিআইএ-র টুইটারে ওসামা বিন লাদেন হত্যা অভিযান প্রকাশ 


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রবিবার সন্ত্রাসী নেতা ওসামা বিন লাদেন হত্যাকাণ্ডের বিস্তারিত অভিযান টুইটার বার্তায় প্রকাশ করেছে।হাজার হাজার মানুষ ঐ টুইটারের জবাব দেন এবং অনেকেতাদের টুইটার বার্তায় সমর্থন প্রকাশ করেন তবে এর সমালোচনাও করেছেন অনেকে।

২০১১ সালের মে মাসে প্রেসিডেন্ট ওবামা ঐ অভিযানটি অনুমোদন করেন। পাকিস্তানের এবোটাবাদে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী হ্যালিকাপ্টারযোগে একটি বাড়ীর চত্বরে ঐ অভিযান চালায়এবং পরে বিন লাদেনের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়।

২০০৬ সাল থেকে সিআইএ-র টুইটার একাউন্ট থাকলেও গত দুবছর থেকে তারা তাদের বার্তা প্রকাশ করছে।

XS
SM
MD
LG