অ্যাকসেসিবিলিটি লিংক

প্রযুক্তির অপব্যবহারের কারণে চট্টগ্রামে আশংকাজনক ভাবে বাড়ছে অপরাধ


প্রযুক্তির অপব্যবহারের কারণে চট্টগ্রামে আশংকাজনক ভাবে বাড়ছে অপরাধ। এসব অপরাধের সাথে জড়িয়ে হয়ে পড়ছে উঠতি বয়সের কিশোররা। উদ্বিগ্ন আইন শৃংখলা বাহিনী। সমস্যা সমাধানে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার তাগিদ দিয়েছেন সমাজবিজ্ঞানিরা। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সংবাদদাতা হাসান ফেরদৌস

মাত্র দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় ঘটে সাইমুন নামের এক কিশোরের সাথে স্কুল পড়–য়া এক কিশোরীর। পরে ওই কিশোরীর সাথে বন্ধুত্বে নামে অপত্তিকর ছবি তুলে সেসব ছবি সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে দাবি করে ২০ হাজার টাকা।

অভিযোগ পেলেই অপরাধীদের গ্রেফতারে কথা জানায় আইন শৃংখলা বাহিনী। কিন্তু এর পরও কমছে না অপরাধ কর্মকান্ড। আর এসব ঘটনা পুলিশকে ভাবিয়ে তুলছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

তবে সন্তানদের প্রযুক্তির প্রতি আসক্তি ও অপরাধ প্রবণতারোধে সুস্থ সংস্কৃতির চর্চা সহ পারিবারিক বন্ধন সুদৃঢ় করার কথা বললেন সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন

পাশাপাশি কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের অরো সচেতন হওয়ার কথা বললেন তারা।

please wait

No media source currently available

0:00 0:01:42 0:00

XS
SM
MD
LG