মুসলমান ও ইহুদিদের প্রধান পবিত্র স্থান, আল আকসা মসজিদের চত্বরে শুক্রবার দিনের শেষে ফিলিস্তিনি উপাসনাকারী ও ইসরাইলি পুলিশের মধ্যে সংঘর্ষ হলে, প্রায় ৫৩ জন আহত হনI জেরুসালেমে কয়েক সপ্তাহ ধরে সহিংসতা এখন, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছেI
পূর্ব জেরুসালেমে সাম্প্রতিক সপ্তাহগুলিতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছেI শুক্রবার ভোরের দিকে দখলিত পশ্চিম তটে ইসরাইলি আধা-সামরিক সীমান্ত পুলিশ লক্ষ্য গুলি চালানো হলে, পুলিশ দুজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেI মুসলমানদের পবিত্র রমজান মাসে এসব ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যায়I
রমজানের শুরুতে, ইসরাইল, মুসলমানদের ঐতিহ্যবাহী ইফতারি খাবারের জনপ্রিয় একটি স্থান বন্ধ করে দিলে, দু সপ্তাহ ধরে দুটি পক্ষের সংঘর্ষ বাধেI সম্প্রতিক সময়ের সংঘর্ষের আরো একটি কারণ, ইসরাইলি উচ্ছেদ অভিযানI ইসরাইল, কোর্টের আদেশ বলে সম্প্রতি শেইখ জাররাহ অঞ্চলে বহু ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করলে সংঘর্ষ তীব্রতর হয়I
যুক্তরাষ্ট্র সরকার, এই বর্ধিত উত্তেজনার প্রতি গভীর উদ্বেগ কোরে দুটি পক্ষকে সংযম প্রদর্শনের আহ্ববান জানিয়েছেI