অ্যাকসেসিবিলিটি লিংক

জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে পাকিস্তানে ৭ জন সেনা নিহত


ফাইল ছবি, তেহারিক ই তালিবান পাকিস্তান'র প্রাক্তন প্রধান, হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ট সহযোগী , লতিফ মেহসুদ ওরাকজাই প্রদেশের মামুজাই এলাকায় ২৬শে নভেম্বর, ২০০৮, ছবি, এ মজিদ /এএফপি
ফাইল ছবি, তেহারিক ই তালিবান পাকিস্তান'র প্রাক্তন প্রধান, হাকিমুল্লাহ মেহসুদের ঘনিষ্ট সহযোগী , লতিফ মেহসুদ ওরাকজাই প্রদেশের মামুজাই এলাকায় ২৬শে নভেম্বর, ২০০৮, ছবি, এ মজিদ /এএফপি

বুধবার, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানান, আফগানিস্তান সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত একটি শহরে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৭ জন সেনা নিহত হয়েছেI সামরিক বিবৃতিতে জানানো হয় গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি গুপ্ত আস্তানায় হানা দিলে "প্রবল গোলাগুলিতে" তাদের মৃত্যু হয়I

বিবৃতিতে জানানো হয়, বন্দুকযুদ্ধে অন্তত ৫ জন সন্ত্রাসীও মারা যায় এবং বাদবাকি সন্ত্রাসীদের কবল থেকে এলাকাটি মুক্ত করতে তল্লাশি চালানো হয় । নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী দল, তেহরিক ই তালিবান পাকিস্তান (TTP ) সীমান্ত এলাকায় তাদের একটি ঘাঁটিতে রাত্রিকালীন অভিযানের কথা স্বীকার করেছেI

পাকিস্তানী তালিবান নামে সাধারণভাবে পরিচিত, জঙ্গি গ্ৰুপটি দাবি করে যে বন্দুকযুদ্ধে তারা ৯ জন পাকিস্তানী সেনাকে হত্যা করেছে এবং বেশ কয়েকজন যুদ্ধে আহত হয়েছে এবং TTP 'র সকল যোদ্ধা ওই এলাকা থেকে পালিয়ে যেতে সমর্থ হয় I তাৎক্ষণিভাবে গ্ৰুপটির দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয় নি, যা প্রায়শই অতিরঞ্জিত হয়ে থাকেI

যুক্তরাষ্ট্র সরকার, পাকিস্তানী তালিবানকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংস্থা বলে শনাক্ত করেছে I পাকিস্তান সরকার জানায়, TTP সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য আফগানিস্তানের আশ্রয়স্থলকে ব্যবহার করে থাকেI

দেশটির সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলিতে বিমানবাহিনীর সমর্থনপুষ্ট হয়ে কতগুলি বড় ধরণের অভিযান চালিয়েছেI তাদের লক্ষ্য ছিল, আফগানিস্তান সীমান্ত বরাবর কতগুলি শহর, যেগুলিকে ঐতিহাসিকভাবে স্থানীয় ও বিদেশী জঙ্গি গ্ৰুপগুলির শক্তঘাঁটি হিসাবে ব্যবহার করা হতো, তা মুক্ত করাI

এ ধরণের নিরাপত্তা অভিযান, TTP যোদ্ধাদের আফগানিস্তানে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং পরবর্তীতে তারা সীমান্তের ওপার থেকে পাকিস্তানের বিরুদ্ধে মারণাত্মক হামলা পরিচালনা করেছেI

XS
SM
MD
LG