অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরজুড়ে সংঘর্ষ, ২৮ জন নিহত


দেশ জুড়ে সরকার বিরোধী প্রতিবাদকারী এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ২৮ জন মারা গেছে, আহত হয়েছে ৮০ জনেরও বেশি মানুষ।

মিশরের সামরিক বাহিনীর সমর্থকদের, ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের ৪০তম বার্ষিকী উপলক্ষে জাতীয় ছুটির দিন উদযাপনের প্রেক্ষিতে এই সহিংসতা শুরু হয়।

সামরিক বাহিনীর সমর্থক এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেণ্ট মোরসির সমর্থকরা রাস্তায় নেমে আসে এবং পরস্পর বিরোধী দুপক্ষ শক্তি প্রদর্শন করে।

সামরিক বাহিনী সমর্থিত সরকার, জেনারেল আব্দেল ফাতাহ আল সিসির জনপ্রিয়তা তুলে ধরতে চেষ্টা করে। অন্যদিকে মুসলিম ব্রাদারহুড এই সামরিক ক্যু বর্জনের ব্যানার নিয়ে মিছিল করে।
XS
SM
MD
LG