অ্যাকসেসিবিলিটি লিংক

পরিবেশ সচেতনতায় সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ-বিক্ষোভ শুরু


বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে I আয়োজকদের অনুমান, যে এসব প্রতিবাদ-বিক্ষোভে ১০ লক্ষের অধিক জনগণ অংশ নেবেন ,যা হবে পরিবেশ সম্পর্কিত বিক্ষোভের বেলায় সর্ব -বৃহৎ I জাতিসংঘে আবহাওয়া পরিবর্তন বিষয় সম্মেলনের প্রাক্কালে এশিয়া মহাদেশে শুরু হয় প্রথম প্রতিবাদ-বিক্ষোভ, যেখানে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতা প্রতিবাদে অংশ নেয় I আফ্রিকা ও ইউরোপেও এই প্রতিবাদ-বিক্ষোভ পরবর্তীতে ছড়িয়ে পড়ে I শুধুমাত্র অস্ট্রেলিয়ায় ৩লক্ষ ছাত্র-ছাত্রী ও জনগণ স্থানীয় কর্তৃপক্ষ, স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় বিক্ষোভে অংশ নেন I

এই প্রতিবাদ-বিক্ষোভে সবচাইতে বেশি অবদান যার, সেই ১৬ বছরের সুইডেনের কিশোরী, গ্রেটা থুঁনবার্গ এক বছরের অধিক সময় ধরে পরিবেশ সচেতনতায় ভূমিকা রেখে চলেছেন I

XS
SM
MD
LG