অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু সম্মেলনে সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা


ওয়ারস তে জলবায়ু সম্মেলন আরও একদিন বাড়ানো হয়েছে তবে জাতিসংঘ আয়োজিত এই জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন থেকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কোন রকম সমঝোতা হবার তেমন আশা নেই।

দু সপ্তা ধরে আলোচনার পর , ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ এবং জলবায়ুতে পরিবর্তনের কারণে ঝুঁকির সম্মুখীন দেশগুলোর জন্যে তহবিল গঠনের ব্যাপার নিয়ে , আজ শনিবারও ১৯০ টির ও বেশি দেশের প্রতিনিধিরা , বিতর্ক চালিয়ে যান

চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো বলছে যে এ ব্যাপারে ধনী দেশগুলোর আরও সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট করতে হবে। দরিদ্র দেশগুলো ও চাইছে যে তাদেরকে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়গত দুর্যোগ মোকাবিলায় ধনী দেশগুলো যেন আরও সহযোগিতা প্রদান করে।

প্যারিসে চুক্তি স্বাক্ষর এবং তা কার্যকর হবার আগে দু বছরের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতায় পৌছুতে হবে ।
XS
SM
MD
LG