অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী ক্লিন্টন বার্মার নেত্রী আং সাং সুচিকে স্বাগত জানালেন।


Suukyi
Suukyi

যুক্তরাষ্ট্রের পররষ্ট্রমন্ত্রি হিলারী ক্লিন্টন বার্মার নেত্রী আং সাং সুচিকে ওয়াশিংটনে স্বাগত জানালেন। বিরোধী নেত্রীর ২০১০ সালে গৃহ বন্দী অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর যুক্তরাষ্ট্রে এটাই তার প্রথম সফর।

সংবাদিকদের দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে মংগলবার ক্লিন্টন বলেন, আং সাং সুচির সফরকে ঘীরে ছিল দারুণ উতসাহ-উদ্দীপনা।

বার্মার বিরোধী নেত্রী আং সাং সুচি যুক্তরাষ্ট্রে ১৭ দিনের সফর শুরু করেছেন। আং সাং সুচি সোমবার ওয়াশিংটনে পৌঁছান। ওয়াশিংটনে তিনি ভাষণ দেবেন এবং বার্মার গণতান্ত্রীক উত্তরণ এবং দেশটি যেসব চ্যালেঞ্জের সন্মুখীন সে সম্পর্কে আলোচনা করবেন। আজ নোবেল বিজয়ী এই নেত্রীর ভয়েস অব আমেরিকাতে এসেছিলেন এবং সাক্ষাতকার দেন।

যুক্তরাষ্ট্র কংগ্রেসে বুধবার তাঁকে আমেরিকার সর্বোচ্চ বেসরকারী পুরষ্কার কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়া হবে।

আগামি সপ্তাহে, বার্মার প্রেসিডেন্ট থেইন সেইন জাতি সংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে নিউইয়র্কে যাবেন।
XS
SM
MD
LG