অ্যাকসেসিবিলিটি লিংক

মালাওয়ীর প্রেসিডেন্টের প্রতি ক্লিন্টনের সমর্থন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন মালাওয়ীর প্রেসিডেন্ট জয়েস ব্যান্ডার সঙ্গে বৈঠক করেছেন ঐ ক্ষুদ্র আফ্রিকান রাষ্ট্র ভ্রমণের সময়ে। পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টন বলেন যে তিনি প্রেসিডেন্ট ব্যান্ডা ও তাঁর সরকারকে সম্পূর্ণ সমর্থন করেন।

মারাওয়ীর প্রথম মহিলা প্রেসিডেন্ট মিজ ব্যান্ডা বলেন যে তাঁরা উভয়ই দীর্ঘ দিন ধরে নারী ও শিশুদের পক্ষে কথা বলে এসছেন। প্রেসিডেন্ট , পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টনকে বলেন যে , তিনি তাদের সাক্ষাতের এই দিনের অপেক্ষায় ছিলেন।

হিলারি ক্লিন্টন আফ্রিায় ১১ দিনের সফরে রয়েছেন । তিনি দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া , বেনিন এবং ঘানা ভ্রমণে যাবেন। এর আগে ক্লিন্টন সেনেগাল, ইউগান্ডা , দক্ষিণ সুদান ও কিনিয়া সফর করেন। শনিবার নাইরোবীতে ক্লিন্টন কিনিয়াবাসীকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে কাজ করতে আহ্বান জানান।

তিনি বলেন যে নির্বাচনের ফলাফলে কি হবে সেটা কিনিয়ার জনগণই নির্ধারণ করবে। তবে বন্ধু ও সহযোগি হিসেবে আমরা আশা করছি যে এই জটিল নির্বাচনটিও অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সমাপ্ত হোক যাতে করে ভোট গ্রহণের পরের দিনই সবাই গর্ব বোধ করতে পারে।

পাঁচ বছর আগে সেখানকার নির্বাচন পরবর্তী সময়ে মারাত্মক হিংসা হানাহানি হয়। এবারকার নির্বা্চন মার্চ মাসে হবার কথা।
XS
SM
MD
LG