অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন জেরুজালেমে নতুন দফা শান্তি আলোচনা করেছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলছেন ইসরাইল ও ফিলিস্তিনি নেতারা, মধ্যপ্রাচ্য বিরোধীতার মূল ইস্যুগুলোর ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করছেন।
আজ জেরুসালেমে ইসরাইলের প্রধান মন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সংগে দ্বিতীয় দিনের মতো আলোচনা করার সময় ক্লিনটন একথা বলেন। আলোচনায় পশ্চিমতটে ইহুদী বসতি নির্মানের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী দিন শুরু করেন ইসরায়েলের প্রেসিডেন্ট শিমোন পেরেজের সংগে বৈঠকের মাধ্যমে। বৈঠকের পর ক্লিনটন বলেন একটি ঐক্যমত্যে পৌঁছুবার ব্যাপারে ইসরাইল ও ফিলিস্তিনি আলোচনাকারিরা আন্তরিক, এই ঐকমত্য হলেই দুটো রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারবে।
আজ ক্লিনটন পর পর অনেকগুলো আলোচনা করছেন ইসরাইলী কর্মকর্তাদের সংগে, এর পর তিনি তিনপক্ষীয় আলোচনা করবেন মি নেতানইয়াহু ও মি আব্বাসের সংগে। মংগলবার এই তিনজন মিশরে আলোচনা করেছেন কিন্তু কোন অগ্রগতির কথা ঘোষনা করা হয়নি।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG