অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টনের চীন সফরে সাগর নিয়ে বিরোধ মিমাংসায় অগ্রগতির অনুরোধ জানান




যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন দক্ষিণ চীন সাগরের অঞ্চল নিয়ে বিরোধ নিস্পত্তির লক্ষ্যে একটি আচরণ বিধি প্রণয়নে সম্মত হওয়ার জন্য চীনের কাছে পুনরায় অনুরোধ জানিয়েছেন।

বেজিংএ এক সংবাদ সম্মেলনে বুধবার ক্লিনটন সাংবাদিকদের বলেন চীন এবং আশিয়ানভূক্ত দেশগুলোর সকলকেই একটি আচরণ বিধি মেনে নেওয়া দরকার কারণ এখানে সবারই স্বার্থ জড়িত।

তিনি বলেন সীমানা নিয়ে যে প্রতিযোগীতা চলছে সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোন পক্ষকে সমর্থন করে না। আমাদের স্বার্থ হচ্ছে আন্তর্জাতিক আইন মেনে সমুদ্রে নৌ-চলাচলের স্বাধনতা এবং আইন সংগত বানিজ্য ব্যহত না করে শান্তি এবং স্থীতিশীলতা বজায় রয়েছে কিনা সেটাই দেখা।

ক্লিনটন এখন এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চল সফরের মাঝামাঝি পর্যায়ে রয়েছেন। তাঁর এই সফরে দক্ষিণ চীন সাগর বিষয়টি বিশেষভাবে প্রধান্য পাবে।
XS
SM
MD
LG