অ্যাকসেসিবিলিটি লিংক

হিলারী ক্লিনটন সুদান এবং দক্ষিণ সুদানকে বিরোধ সমাধানের আহ্বান জানিয়েছেন


Ziba village
Ziba village

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন সুদান এবং দক্ষিণ সুদানকে তিক্ত বিরোধ সমাধান আহ্বান জানিয়ে বলেন এই বিবাদ যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে। ক্লিনটন দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সিল্ভা কিরের সঙ্গে রাজধানী জুবায় এক সংক্ষিপ্ত সফরের সাক্ষাতের সময় শুক্রবার তিনি সংবাদিকদের সংগে কথা বলেন।

তিনি বলেন, সুদান এবং দক্ষিণ সুদানের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করতে তার ভাষায় “আপস করা প্রয়োজন।” বিশেষকরে তেলের উতপাদিত আয় ভাগাভাগির ব্যপারে উভয় পক্ষকে একটি মতৈক্যে পৌছানোর জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

উত্তরাঞ্চলে তেলের পাইপলাইন ব্যবহারের জন্য সুদানের সংগে ফি নিয়ে বিবাদ শুরু হ’লে দক্ষিণ সুদান জানুয়ারী মাস থেকে তেল উৎপাদন বন্ধ করে দেয়।

জাতিসংঘ দু 'দেশকেই সতর্ক করেছে যে আগস্টের ২ তারিখের মধ্যে বিবাদ মিটিয়ে ফেলতে না পারলে তাদের ওপর সম্ভব্য নিষেধাজ্ঞা জারি করা হবে। বৃহস্পতিবার এর সর্বশেষ সময়সীমা শেষ হয়েছে।
শুক্রবার পরে, তিনি উগান্ডায় প্রেসিডেন্ট ওয়েরী মুসেভেনীর সঙ্গে সাক্ষাত করবেন।
XS
SM
MD
LG