অ্যাকসেসিবিলিটি লিংক

ক্লিন্টন : যুক্তরাষ্ট্র ও আলজেরিয়া মালি জঙ্গিদের বিরুদ্ধে সহযোগি ভূমিকা পালন করবে


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন আজ সোমবার মাীরথৈ ইসলামি উগ্রবাদীদের মোকাবিলার প্রচেষ্টায় সহায়তা প্রদানে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বুতেফ্লিকাকে আশ্বাস দেন। আলজেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ভেটকের পর ক্লিন্টন বলেন যে এই দুই দেশ জাতিসংঘ , আফ্রিকি ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকী রাষ্ট্রগুলির অর্থনৈতিক সংগঠন সহ একত্রে কাজ অব্রাহত রাখতে সম্মত হয়েছে যাতে করে মালির ব্যাপারে সব চেয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

ইসলামি জঙ্গি গোষ্ঠিগুলো মার্চ মাসের অভুত্থানের পর মালির উত্তরাঞ্চল নিযন্ত্রণ করছে।

ক্লিন্টন বলছেন al-Qaida in the Islamic Maghreb অন্যান্য জঙ্গি গোষ্ঠির সঙ্গে একত্রে মিলে উত্তর আফ্রিকায় গণতান্ত্রিক উত্তরণকে খর্ব করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন যে লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের মিশনে আক্রমন চালিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এবং তিনজন আমেরিকানকে হত্যা করেছে।

পশ্চিম আফ্রিকি দেশগুলোর অর্থনৈতিক সংগঠন মালিতে স্থিতিশীলতা আনতে , দেশের সেনাবাহিনীর পুনর্গঠনে এবং জঙ্গিদের বিতাড়িত করার জন্যে সেখানে তিন হাজার সৈন্য পাঠাতে বলেছে।
XS
SM
MD
LG