অ্যাকসেসিবিলিটি লিংক

কয়লা নিয়ে অস্ট্রেলিয়া ও চীনের বিরোধ 


minetrs
minetrs

চীনের কাছে অস্ট্রেলিয়ার কয়লা রপ্তানি বন্ধের যে খবর, রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম 'দি গ্লোবাল টাইমস' প্রকাশ করেছে, অস্ট্রেলিয়া সরকার তার ব্যাখ্যা চেয়েছেI অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা আরোপিত হলে, তারা বহু বিলিয়ন ডলারের ব্যবসা হারাবে এবং দুটি দেশের সম্পর্কে আরো অবনতি ঘটবেI তবে চীন জানায়, কয়লার দাম স্থিতিশীল করতেই তাদের এই উদ্যোগI

অক্টোবর মাস থেকেই চীন, নিম্ন মানের কয়লার কথা জানিয়ে কয়লা আমদানি নিষিদ্ধ করে দেয়I বেইজিং সরকারিভাবে এই নিষেধাজ্ঞার কথা কিছু জানায় নি ; তবে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী সাইমন বার্মিংহাম চীনের প্রতি তাদের ব্যবসা সম্পর্কিত অঙ্গীকার রাখার আবেদন জানানI

XS
SM
MD
LG