অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় বিমানবন্দরে ৫০ কোটি টাকার মূল্যের কোকেন আটক


ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি পাউডার কোকেনসহ পেরুর একজন নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত কোকেনের মূল্য ৫০ কোটি টাকার বেশি। ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি-এর পূর্ব তথ্য অনুযায়ী কাস্টমস ও মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই কোকেন আটক করে। ঢাকা বিমানবন্দর কাস্টমসের কমিশনার লুৎফুর রহমান জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষায় কোকেনের বিষয়টি পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া গেছে।
এর আগে গত ৮ জুন চট্টগ্রাম সমুদ্র বন্দরে সূর্যমুখী তেলের সাথে ৬০ কেজি তরল কোকেন আটক করা হয়। তাহলে বাংলাদেশ কি কোকেন পাচারের রুট হয়ে পড়েছে এমন প্রশ্নের জবাবে শুল্ক ও গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মঈনুল খান ভয়েস অফ আমেরিকাকে বলেন, রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা তা হতে দিচ্ছি না, ভন্ডুল করে দিচ্ছি। মঈনুল খান জানিয়েছেন, উদ্ধারকৃত কোকেনের গন্তব্য তৃতীয় কোন দেশ বলেই তারা ধারণা করছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG