অ্যাকসেসিবিলিটি লিংক

কলম্বিয়ায় ফিরতি নির্বাচনের সম্ভাবনা


Colombia candidates
Colombia candidates

কলম্বিয়ার বিতর্কিত কিন্তু শান্তিপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে মনে হচ্ছে। রক্ষণশীল সাবেক সেনেটর আইভ্যান ডুকে এগিয়ে আছেন। তিনি উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন। বামপন্থী সাবেক বিদ্রোহী গুসটাভো পেট্রো পেয়েছেন ২৫ শতাংশ ভোট।

এই দুই প্রার্থীর মধ্যে রানঅফ বা ফিরতি নির্বাচন হবে বলে মনে হচ্ছে কারণ কোন প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি।

XS
SM
MD
LG