অ্যাকসেসিবিলিটি লিংক

কলম্বিয়ায় বন্যা ও ভূমি ধ্বসে প্রায় ২০০জন প্রাণ হারিয়েছে


A man walks among the ruins after flooding and mudslides, caused by heavy rains leading several rivers to overflow, pushing sediment and rocks into buildings and roads, in Mocoa, Colombia, April 2, 2017.
A man walks among the ruins after flooding and mudslides, caused by heavy rains leading several rivers to overflow, pushing sediment and rocks into buildings and roads, in Mocoa, Colombia, April 2, 2017.

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে তিনটি নদীর পানি উপচে ব্যাপক প্লাবন ও ভূমি ধ্বসে প্রায় ২০০ মানুষ প্রাণ হারায়। ছোট শহরটির বাসিন্দারা ঘুমিয়েছিলো যখন পানির শ্রোতে অবকাঠামো ও ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়।

প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল স্যানটোস শনিবার মোকোয়া পরিদর্শনে যান এবং জরুরী অবস্থা জারি করেন। যারা বিপর্যয়ের শিকার হন তিনি তাদের প্রয়োজনীয় সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, "আমরা যথাসাধ্য চেষ্টা করব সব পরিবারকে সাহায্য করার জন্য। শুধু যারা প্রিয়জনদের হারিয়েছে তাদের নয় যারা বাড়িঘর হারিয়েছে তাদেরও। আমার খুব কষ্ট হচ্ছে।"

ইকোয়েডর সংলগ্ন কলম্বিয়ার দক্ষিণ সীমান্তের কাছে প্রাদেশিক রাজধানী মোকোয়ায় শনিবার মাঝরাতে প্রচন্ড বৃষ্টিপাতে ওই প্লাবনের সূত্রপাত। প্রায় ৪০ হাজার মানুষের বাস সেখানে।

উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

Red Cross এর কর্মকর্তারা বলেছেন ২০৩ মানুষ আহত হয়। বিপুল সংখ্যক মানুষ এখনও নিখোঁজ।

XS
SM
MD
LG