অ্যাকসেসিবিলিটি লিংক

রৌপ্য জিতলেন বাংলাদেশের আবদুল্লা হেল বাকি


কমনওয়েলথের ২০তম আসরের দ্বিতীয় দিনে শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতলেন বাংলাদেশের আবদুল্লা হেল বাকি।

২০২.১ পয়েন্ট নিয়ে রৌপ্য পান বাকি। ২০৫.৩ পয়েন্ট নিয়ে স্বর্ণ জেতেন ভারতের অবিনব বিন্দ্র। এর আগে তিনি অলিম্পিকেও স্বর্ণ জেতেন।

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কমনওয়েলথের ২০তম আসরের বাংলাদেশের অবস্থা নিয়ে বিভিন্ন গনমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সাইক্লিং, সাঁতার, টেবিল টেনিস ও ভারোত্তলনে হতাশাজনক পারফরম্যান্সের পর রৌপ্য জয়ে কিছুটা আশা দেখলো বাংলাদেশ।

বৃহস্পতিবার মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারের হিট থেকেই বাদ পড়েন মাহফুজা খাতুন। একই রাতে মেয়েদের ভারোত্তলনে ৪৮ কেজি ওজন শ্রেণীতে ষষ্ঠ হন মোল্লা সাবিরা। প্রথম দিন দুই সাইক্লিস্ট ইফতেখার রিফাত ও তারিকুল ইসলাম সুবিধা করতে পারেননি।

২৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ৪১ সদস্যের বাংলাদেশ দলে ৩০ জন খেলোয়াড় এবং ১১ জন কোচ ও কর্মকর্তা অংশ নিচ্ছেন।

XS
SM
MD
LG