অ্যাকসেসিবিলিটি লিংক

কংগোতে চতুর্থ ব্যক্তি ইবোলায় আক্রান্ত হয়েছে


FILE - A Congolese health worker administers Ebola vaccine to a child at the Himbi Health Centre in Goma, Democratic Republic of Congo, July 17, 2019.
FILE - A Congolese health worker administers Ebola vaccine to a child at the Himbi Health Centre in Goma, Democratic Republic of Congo, July 17, 2019.

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি বলেছে তারা ১২জন কর্মীকে গণতান্ত্রিক কংগো প্রজাতন্ত্রে পাঠিয়েছে সেখানে ইবোলা রোগ নিয়ন্ত্রণের জন্য। প্রায় এক বছর আগে সেখানে ইবোলার প্রকোপ দেখা দেয় এবং তাতে ১৮০০ মানুষ মারা গেছে। সিডিসি এই ইঙ্গিত দিয়েছে যে তারা সেখানে আরও কর্মী পাঠাবে যদি উত্তরপূর্বাঞ্চল এলাকার সশস্ত্র সংঘাত পরিস্থিতি একটু স্থিতিশীল হয়।রোয়ান্ডা সংলগ্ন কংগোর সীমান্তে বড় শহর গোমায় সিডিসির কর্মীদের পাঠানো হয়েছে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গোমা শহরে যে চতুর্থ ব্যক্তি ইবোলায় আক্রান্ত হয়েছে তা খুবই উদ্বেগের বিষয়।

XS
SM
MD
LG