অ্যাকসেসিবিলিটি লিংক

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা সংক্রমণ উদ্বেগজনক 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনা মহামারীর মাঝেই গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের, উত্তর পশ্চিমাঞ্চলীয় ইকুয়াতুর প্রদেশে, ইবোলা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছেI জেনিভাতে সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, ডাক্তার টেড্রস গেব্রেসাস বলেছেন, ঐ প্রদেশে ৮৬জনের সংক্রমণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনকI
তিনি বলেন, কঙ্গো সরকার দ্রুততার সঙ্গে তদন্ত ও জবাব দিতে বড় ধরণের কৌশলগত সমস্যাদি মোকাবেলা করছে, কারণ এই সব বিস্তর এলাকা কোন কোন ক্ষেত্রে একে অন্যের থেকে ২৫০ কিলোমিটারের বেশি বিচ্ছিন্ন এবং অনেক এলাকায় শুধুমাত্র হেলিকপ্টার বা নৌকা যোগেই শুধু যাওয়া যায়I
বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রায় ১০০জন কর্মী, কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়, যে-সরকারি সংস্থা ও সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে ইবোলা প্রাদুর্ভাবের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেI

XS
SM
MD
LG