যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে কংগ্রেসীয় একটি আসনে রিপাবলিকানদের বিজয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প সন্তোষ প্রকাশ করেছেন। আমেরিকার ইতিহাসে প্রতিনিধি পরিষদের কোন আসনের জন্য এত বিপুল পরিমানে অর্থ এর আগে কখনও ব্যয় করা হয়নি।
ট্রাম্প টুইটারে বলেন বিশেষ নির্বাচন হয়ে গেছে। এবং যারা আমেরিকাকে আবার মহান করতে চান তারা জয়ী হয়েছেন। ভুয়া সংবাদ আর প্রচুর অর্থ ব্যয় করেও তারা শুন্য আসন পেয়েছে।
রিপাবলিকানরা আসলে চারটি প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ডেমোক্রাটরা পেয়েছে পঞ্চম আসনটি। জর্জিয়া রাজ্যের সাবেক কর্মকর্তা রিপাবলিকান ক্যারেন হ্যান্ডেল তাঁর ডেমোক্রাটিক প্রতিদ্বন্দ্বী, জন অসফকে পরাজিত করেন।
দুটো রাজনৈতিক দলই ওই প্রতিদ্বন্দ্বিতায় মনোযোগ দেয়। তারা ৫ কোটি ডলার ব্যয় করেছে ওই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায়।