প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যে সন্দেহভাজন বন্দুকধারী রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভেন স্কেলিস ও অন্যান্যদের গুলি করেছিল, সে মারা গেছে। আইন বলবৎকারী অফিসারদের সঙ্গে গুলি চালনার সময় সে আহত হয় এবং পরে মারা যায়।
প্রেসিডেন্ট হয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
যে গুলি চালায় তাকে শনাক্ত করা হয়। তার নাম জেমস হজকিনসান ও তার বয়স ছিল ৬৬বছর।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান স্টিভেন স্কেলিস বুধবার ভার্জিনিয়া রাজ্যের অ্যালেকজ্যান্ডিরায়ায় গুলির আঘাতে আহত হন। স্থানীয় জরুরী ব্যবস্থার কর্মকর্তারা জানিয়েছেন ওয়াশিংটন ডিসির দক্ষিণে এই ঘটনা ঘটে।
কংগ্রেসম্যান স্কেলিসের অস্ত্র পচার হয়েছে। তাঁর অবস্থা এখন সঙ্কটজনক।
কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা বার্ষিক বেসবল খেলার প্রতিযোগিতার জন্য প্র্যাকটিস করছিলেন যখন এক বন্দুকধারী গুলি চালায়। কংগ্রেসম্যান স্কেলিসের কোমরে আঘাত লাগে।
কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্কেলিস হচ্ছেন মেজরিটি হুইপ।