অ্যাকসেসিবিলিটি লিংক

গ্লাসগোর জলবায়ু সম্মেলন : প্রস্তাব, প্রত্যাশা ও প্রাপ্তি


Interview Shouro Dasgupta
please wait
Embed

No media source currently available

0:00 0:08:53 0:00

সৌর দাশগুপ্তের সঙ্গে সাক্ষাত্কার

সম্প্রতি সম্পন্ন হলো গ্লাসগো জলবায়ু সম্মেলন কপ-২৬ । এই জলবায়ু সম্মেলনে যে সব গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাব নেওয়া হয়েছে, তার বিশ্লেষণ করেছেন জলবায়ু বিষয়ক অর্থনীতিবিদ, ইউরো -মেডিটেরিনিয়ান সেন্টার অন ক্লাইমেট চেঞ্জ ‘এর গবেষক এবং ভেনিস বিশ্ববিদ্য়ালয়ের প্রভাষক ড. সৌর দাশগুপ্ত।

সম্প্রতি সম্পন্ন হলো গ্লাসগো জলবায়ু সম্মেলন কপ-২৬ । এই জলবায়ু সম্মেলনে যে সব গুরত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রস্তাব নেওয়া হয়েছে, তার বিশ্লেষণ করেছেন জলবায়ু বিষয়ক অর্থনীতিবিদ, ইউরো -মেডিটেরিনিয়ান সেন্টার অন ক্লাইমেট চেঞ্জ ‘এর গবেষক এবং ভেনিস বিশ্ববিদ্য়ালয়ের প্রভাষক ড. সৌর দাশগুপ্ত।

ড.দাশগুপ্ত, যিনি কপ-২৬ এর সম্মেলনে সম্পৃক্ত ছিলেন, বললেন এবারের সম্মেলনে বহু ব্যাপারে সহমত হয়েছে অংশগ্রহণকারিরা, যদিও জ্বালানি হিসেবে কয়লাকে সম্পূর্ণ পরিত্যাগের ব্যাপারে চীন ও ভারতের আপত্তি আছে। জলবায়ুকে দূষণমুক্ত করার লক্ষ্য স্থির করতে অর্থনৈতিক সহযোগিতার ও এবার আশ্বাস পাওয়া গেছে। তবে তিনি বলেন এ ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর প্রতি উন্নত রাষ্ট্রগুলোর ও কর্তব্য রয়েছে। ওয়াশিংটন থেকে তাঁর সঙ্গে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার , আনিস আহমেদ

XS
SM
MD
LG