অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সর্বত্র সবাইকে করোনার টিকা বিনামূল্যে দেওয়া হবে


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন আজ বলেছেন, সারা ভারতে সর্বত্র সবাইকে করোনার টিকা বিনামূল্যে দেওয়া হবে। আজ শনিবার রাজধানী দিল্লিতে সাংবাদিকদের সামনে স্বাস্থ্যমন্ত্রী এই বক্তব্য জানান। তাঁকে প্রশ্ন করা হয়েছিল দিল্লি সরকার যেমন দিল্লিবাসী সবাইকে বিনামূল্যে করোনার টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কেন্দ্রীয় সরকার কি সে রকম কিছু ভাবছে? উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু দিল্লিতে নয়, সারাদেশের সব জায়গায় সকলকে করোনার টিকা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে এক কোটি স্বাস্থ্যকর্মী ও দুই কোটি সেবা কর্মীকে এই টিকা দেওয়া হবে।

please wait

No media source currently available

0:00 0:01:21 0:00
সরাসরি লিংক

তার পরে আরও সাত কোটি ও পর্যায়ক্রমে বাকি দেশবাসীরা প্রত্যেকে টিকা পাবেন। আজ থেকে দিল্লির তিনটি জায়গায় এর ড্রাই রান বা মহড়া শুরু হয়েছে। এর উদ্দেশ্য, করোনার টিকা ঠিক কী ভাবে দেওয়া যেতে পারে, কারও কোনও অসুবিধা কোথাও হচ্ছে কিনা, টিকা পৌঁছতে, স্বাস্থ্যকর্মীদের পৌঁছতে এবং টিকা দেওয়ার সময় কোনও বিঘ্ন ঘটে কিনা সব দেখে নেওয়া। সত্যিকারের টিকার ওষুধ বাদে বাকি সবকিছুই এই মহড়া পর্যায়ে হচ্ছে। ফলে সুবিধা ও অসুবিধা সহজে বোঝা যাবে বলে ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন।

XS
SM
MD
LG