জন্স হপক্ন্সি ইউনিভার্সিটির হিসেবে অনুযায়ী গোটা বিশ্বে এখন করোনাভাইরাসে সংক্রমিত লোকের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ ষাট হাজার সাত শ বাহাত্তর জন। যুক্তরাষ্ট্রের সর্বাধিক সংখ্যক লোক সংক্রমিত হয়েছেন । এই সংখ্যা হচ্ছে তিন লক্ষ পঞ্চান্ন হাজার এক শ চুয়াল্লিশ জন, যা কীনা গোটা বিশ্বের সংক্রমণের এক তৃতীয়াংশ। গতকাল বুধবার একদিনেই সংক্রমিত হয়েছেন ষাট হাজার লোক, যা কীনা এ পর্যন্ত একদিনে সংক্রমণের সর্বাধিক সংখ্যা। গতকাল অন্তত ৫টি অঙ্গরাজ্য,ক্যালিফোর্নিয়া, টেক্সাস, টেনেসি, ওয়েস্ট ভার্জিনিয়া এবং ইউটায় রেকর্ড সংখ্যক লোক সংক্রমিত হয়েছেন। তা ছাড়া আরও বেশ কয়েকটি রাজ্য গত সাত দিনের মধ্যে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। অ্যারিজোনা , ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে তাঁদের রাজ্যের হাসপাতালগুলোর নিবীড় পরিচর্যা ইউনিটগুলোতে স্থান সংকুলান সম্ভব হচ্ছে না।
এ দিকে ব্রাজিলের সাংবাদিকরা প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বিরুদ্ধে মামলা করেছেন কারণ তিনি করোনাভাইরাসে সংক্রমিত বলে সনাক্ত ঘোষণা করে তাদের সামনেই মাস্ক খুলে ফেলেন। ব্রাজিলে এ পর্যন্ত ১৭ লক্ষেরও বেশি লোক সংক্রমিত হয়েছেন, মারা গেছেন প্রায় আটষট্টি হাজার মানুষ ।
গতকাল বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার এ প্রকাশিত একটি নতুন গবেষণায় বলা হয়েছে যে বৃদ্ধ পুরুষ, জাতিগোষ্ঠিগত সংখ্যালঘু লোকজন এবং যাদের স্বাস্থ্যের অবস্থা আগে থেকেই খারাপ তাদের কভিড ১৯ এ মারা যাওয়ার আশংকা সব চেয়ে বেশি।