অ্যাকসেসিবিলিটি লিংক

করোনা ভাইরাস এখন বিশ্বজনীন


করোনা ভাইরাসের দাপট এখন চীনের বাইরেও তীব্রতর হচ্ছে I উদ্বেগ বাড়ছে সবার I উদ্বেগ বাড়ছে WHO 'র মহাপরিচালকের I কারণ চীনে সংক্রমণ কিছুটা প্রশমিত হবার পর পরই শোনা গিয়েছে দক্ষিণ কোরিয়া, ইরান, লেবানন, আরব আমিরাত ও ইতালিতে রোগের প্রাদুর্ভাবের খবর I মহাপরিচালক, গেব্রেইসাস বলেছেন সুযোগ আমাদের সীমিত হয়ে আসছে, তবে এখনো এই ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব I চীনে এখন আক্রান্তদের সংখ্যা ৭৭০০০'র মতো, যার মধ্যে জীবনাবসান হয়েছেন ২,২৪৫ জনের I দক্ষিণ কোরিয়ায় ৪দিনেই আক্রান্তদের সংখ্যা ৬গুন বৃদ্ধি পায় I

শুক্রবার ইরান আরো দুজনের মৃত্যুর খবর দিয়েছে ; সে দেশের সরকার সংক্রমণ বৃদ্ধির আশংকায় ইরাকে তাদের তীর্থযাত্রা ও অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন I ইতালিতে এই ভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে I ইতালি সরকার দেশটির উত্তরাঞ্চলে স্কুল, রেস্তোরা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে I

XS
SM
MD
LG