বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভয়েস অফ আমেরিকাকে জানান, চীনের উহান থেকে ৩১৮জন নাগরিক বিশেষ উড়োজাহাজে করে দেশে ফেরত যাচ্ছেন। এই সংখ্যা আগে আরও বেশী ছিলো, কিন্তু চীনের বিভিন্ন প্রদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা দেশের মানুষের কথা চিন্তা করে ফেরত যাননি। শিক্ষার্থীরা বলেন, তারা নিশ্চিত নন তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে কিনা। এমন অবস্থায় তারা দেশে ফেরত যেয়ে দেশের মানুষকে ঝুঁকিতে ফেলতে চাননি।
পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই ৩১৮জনকে স্বাস্থ্য মন্ত্রণালয় অনির্দিষ্ট সময়ের জন্য পর্যবেক্ষণে রাখবেন।