অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিশ্বজুড়ে কঠোর পদক্ষেপ গ্রহণ


বৃহস্পতিবার বিশ্বজুড়ে কর্মকর্তারা করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জরুরি অবস্থা ঘোষণা করেছেন, শহরে সাতজন করোনভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর বেথলেহমে ৩০দিনের জন্য স্কুল বন্ধ করে দেওয়া হয়। ফিলিস্তিনি অঞ্চলে এই প্রথম আক্রান্তের খবর পাওয়া গেলো।


দক্ষিণ কোরিয়া ও চীনের পর এবার অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চীনের পর দক্ষিণ কোরিয়াতে সরবচ্চ সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ইন্দোনেশিয়া দক্ষিণ কোরিয়ার কিছু অংশ এবং ইরান ও ইতালি তে ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই দুটি দেশেই স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ভাইরাসটি বিশ্ববাজারেও তার প্রভাব অব্যাহত রেখেছে। বিনিয়োগকারীরা এই প্রাদুর্ভাব সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লক্ষণীয় দরপতন হয়। ব্রিটেন ফ্রান্স ও জার্মানির শেয়ার বাজারেও ১ শতাংশের ওপরে দরপতন হয়।

XS
SM
MD
LG