শনিবার কোরিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণ কেন্দ্র, দক্ষিণ কোরিয়ায় টানা ৩ দিন নুতন সংক্রমণের নতুন রেকর্ড সংখ্যার কথা জানায়I শুক্রবার দেশটি ২৪ ঘণ্টায় এ যাবৎ করোনা রোগে আক্রান্ত সর্বোচ্চ ১,৩১৬ জনের সংক্রমণের কথা জানিয়েছে, যা দেশটির সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড I
জন্স হপকিংস'র হিসাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ায় সামগ্রিক সংক্রমণের সংখ্যা ১, ৬৬,৭২২ এবং সেখানে এই রোগে ২,০৩৪ জনের মৃত্যু হয়েছেI দক্ষিণ কোরিয়া জানায়, সোমবার থেকে তারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করতে চলেছে I তাদের নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হবে, জনগণকে ঘরে থাকতে হবে, বিকেল ৬টার আগে পর্যন্ত সামাজিক সমাবেশ ৪জনে এবং ৬টার পর ২জনে সীমাবদ্ধ রাখতে হবেI দক্ষিণ কোরিয়ায় ১১% জনগণ দুটো এবং ৩০% জনগণ মাত্র একটি টিকা নিয়েছেনI
থাইল্যান্ড সরকার, সংক্রমণ বৃদ্ধির কারণে রাজধানী ব্যাংককসহ, ৬টি পার্শ্ববর্তী প্রদেশে ৭ ঘণ্টার রাত্রিকালীন কারফিউ জারি করেছেI ১২ জুলাই, সোমবার রাত ৯টা থেকে ভোর ২টা পর্যন্ত কারফিউ বলবদ করা হচ্ছেI জনগণকে ঘর থেকে কাজ করতে বলা হয়েছে , শুধুমাত্র অতি প্রয়োজনীয় কাজে তারা বাইরে বেরোতে পারবেনI ৫ জনের অধিক লোকের সমাবেশ বন্ধ থাকবেI থাইল্যান্ড, শুক্রবার ৯,২৭৬টি নতুন সংক্রমণ ও ৭২জনের মৃত্যুর খবর জানায়I
সংক্রমণের উর্ধগতি থামাতে, থাইল্যান্ড নিজের দেশে প্রস্তুত দুটি ভ্যাকসিনের মনুষ্য ট্রায়াল শুরু করেছেI এক বিশেষজ্ঞ জানান, এই ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকা ও ভারতের ভেরিয়েন্ট মোকাবেলায় উদ্ভাবন করা হচ্ছেI
নতুন সংক্রমণের প্রেক্ষিতে কভিড সংক্রমণের মোকাবেলায় একদা অত্যন্ত সফল দেশ, ভিয়েতনাম শুক্রবার,রাজধানী হো চি মিন সিটিতে ২ সপ্তাহের লক ডাউন ঘোষণা করেছেI ভিয়েতনামে সংক্রমণের সংখ্যা শুক্রবার পর্যন্ত ছিল, ২৪,৮১০, তবে সেখানে মাত্র ১০৪ জনের মৃত্যু হয়েছেI
ওদিকে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার জানান, ভারতে প্রথম সনাক্ত ডেল্টা ভেরিয়েন্ট এখন ফ্রান্সে ৫০% নুতন সংক্রমণের জন্য দায়ীI ফ্রান্সে কর্মকর্তাদের আশংকা, আগামী কয়েকদিনের মধ্যে এই নতুন আগ্রাসী ভাইরাস আরও বর্ধনশীল হতে চলেছেI
(এপি)