অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র: সামনের শীতকাল হবে চরম বিপজ্জনক সময়


যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা CDC গতকাল সতর্ক করে দিয়েছে যে, গোটা দেশে কভিড ১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সামনের শীতকালটি হবে অত্যন্ত হতাশাব্যঞ্জক এক সময়। CDC এর পরিচালক রবার্ট রেডফিল্ড যুক্তরাষ্ট্রের চেম্বার্স অফ কমার্স ফাউন্ডেশানের সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে বলেন, “বাস্তবতা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি হবে খুবই খারাপ সময়। আমার মনে হয়, এ দেশের জনস্বাস্থ্যের ইতিহাসে এটি হবে খুবই খারাপ সময়”।

রেডফিল্ড বলেন, বর্তমানে কভিড ১৯ এর এই সংক্রমণ বদ্ধি পাওয়া, আগের বারের তুলনায় অনেক খারাপ। তিনি বলেন এই রোগ সংক্রমণ এবং মৃত্যুর হার উর্দ্ধগতিতে বাড়ছে এবং যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২,০০০ লোক মারা যাচ্ছেন। গোটা দেশে হাসপাতালের উপর বাড়তি চাপের বিষয়েও রেডফিল্ড সতর্ক করে দিয়েছেন। হাসপাতালে এখন রোগীর ভীড় উপচে পড়ছে এবং কর্মীদের অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। কভিড ট্র্যাকিং প্রকল্প অনুযায়ী, এই মহামারি শুরুর সময় থেকে এই প্রথম গতকাল হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে।

XS
SM
MD
LG