অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বে কোভিডে আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়াল 


নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস স্পোর্টস সেন্টারকে অস্থায়ী করোনা ভাইরাস সেবা কেন্দ্র হিসাবে রূপান্তর করা হয়েছে। সেখানেই একজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত একটি শিশুর পরিচর্য্য করছেন, ৫ই জানুয়ারি, ২০২২, ছবি/ মনি শর্মা/এএফপি
নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস স্পোর্টস সেন্টারকে অস্থায়ী করোনা ভাইরাস সেবা কেন্দ্র হিসাবে রূপান্তর করা হয়েছে। সেখানেই একজন স্বাস্থ্যকর্মী সংক্রমিত একটি শিশুর পরিচর্য্য করছেন, ৫ই জানুয়ারি, ২০২২, ছবি/ মনি শর্মা/এএফপি

বিশ্বব্যাপী কোভিডে আক্রান্তের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এই সংখ্যা প্রথম ১০ কোটিতে পৌঁছাতে এক বছরেরও বেশি সময় লেগেছিল এবং সর্বশেষ ১০ কোটি আক্রান্তের সংখ্যা যুক্ত হতে সময় লেগেছে মাত্র পাঁচ মাস, যখন কিনা বিশ্ব অত্যন্ত সংক্রামক ওমিক্রন প্রকরণটি মোকাবেলা করছে।

ওমিক্রন প্রকরণটি দ্বারা লন্ডনের স্বাস্থ্যকর্মী এবং রোগীরা প্রবলভাবে আক্রান্ত হয়েছেন, যার ফলে সরকারকে সামরিক বাহিনীর ৪০ জন ডাক্তারসহ মোট ২০০ জন সদস্যকে শহরের হাসপাতালগুলোতে নিযুক্ত করতে হয়েছে। দেশটির স্বাস্থ্যব্যবস্থার সমালোচকরা বলছেন যে ওমিক্রনের ব্যাপক বিস্তার দেশটির স্বাস্থ্যব্যবস্থার অপ্রতুলতাগুলো উন্মোচন করছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গভর্নর বৃহস্পতিবার বলেন যে, ওমিক্রন প্রকরণটির কারণে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে তার রাজ্যের ৫০ বয়সোর্ধ্বদের জন্য টিকার চতুর্থ ডোজ প্রদানের অনুমতি চাইছেন তিনি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার দিনের শুরুর দিকে ১,১৭,০০০ নতুন কোভিড আক্রান্তের তথ্য প্রদান করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে সনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন একটি প্রকরণ নিয়ে এই মুহুর্তে উদ্বিগ্ন হওয়ার মত কিছু নেই।

মার্সেই এর আইএইচইউ মেডিটেরেনি ইনফেকশন ফাউন্ডেশন এর বিজ্ঞানীরা বলেন যে, তারা নতুন বি.১.৬৪০.২ প্রকরণটি ডিসেম্বরে মার্সেই এর কাছে বসবাসকারী ১২ জন রোগীর দেহে আবিষ্কার করেন, যার মধ্যে প্রথম সনাক্ত ব্যক্তিটি এর আগে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন-এ ভ্রমণে গিয়েছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কোভিড-১৯ বিষয়কব্যবস্থাপক আবদি মাহমুদ এই সপ্তাহের শুরুর দিকে জেনেভায় সংবাদকর্মীদের বলেন যে, যদিও আইএইচইউ প্রকরণটি “আমাদের নজরে রয়েছে”, এটি মার্সেই এর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা কর্তৃক “উদ্বেগজনক প্রকরণ” হিসেবে চিহ্নিত করা হয়নি।

XS
SM
MD
LG