অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে করোনার টীকা: একটি পর্যালোচনা


বাংলাদেশে করোনার টিকাদানের ক্ষেত্রে সাধারণ ভাবে সাফল্যের কথা বলছেন অনেকেই ।বর্তমানে ক্যাম্বোডিয়া ও লাওসে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড.  জিয়া হায়দার এক সাক্ষাত্কারে এই সাফল্যের কারণগুলো ব্যাখ্যা করেছেন তবে একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে বিপুল সংখ্যাধিক্যের দেশ, বাংলাদেশে এই টীকাদান কর্মসূচির গতি আরও না বাড়ালে, টীকার কার্যকারিতা রক্ষা করা সম্ভব হবে না।

বাংলাদেশে করোনার টিকাদানের ক্ষেত্রে সাধারণ ভাবে সাফল্যের কথা বলছেন অনেকেই ।বর্তমানে ক্যাম্বোডিয়া ও লাওসে বিশ্ব ব্যাংকের ঊর্ধ্বতন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. জিয়া হায়দার এক সাক্ষাত্কারে এই সাফল্যের কারণগুলো ব্যাখ্যা করেছেন তবে একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন যে বিপুল সংখ্যাধিক্যের দেশ, বাংলাদেশে এই টীকাদান কর্মসূচির গতি আরও না বাড়ালে, টীকার কার্যকারিতা রক্ষা করা সম্ভব হবে না। তিনি মোবাইলের মাধ্যমে নিবন্ধকরণ ছাড়াও সরাসরি টীকা গ্রহণের জন্য এক ধরণের সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দেন। আর তাঁর সঙ্গে এই প্রসঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।

বাংলাদেশে করোনার টীকা: একটি পর্যালোচনা
please wait

No media source currently available

0:00 0:11:58 0:00

ভিডিও চিত্রগ্রহণ ও সম্পাদনা: সাফিউল মাসুদ

XS
SM
MD
LG