অ্যাকসেসিবিলিটি লিংক

গোরক্ষার নামে মুসলিমদের উপরে অত্যাচার বন্ধ হওয়া প্রয়োজন: পিডিপি নেতা মুজাফ্ফর হুসেন


জম্মু-কাশ্মীরের পিডিপি'র ঊনিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শ্রীনগরের এক জনসভায় উপস্থিত হয়ে পিডিপি নেতা ও বারামুলার সাংসদ মুজাফ্ফর হুসেন বলেছেন গোরক্ষার নামে মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না হলে, আরও একটা দেশ ভাগ দেখবে দেশ৷

ঠিক এই ভাষাতেই কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন পিডিপি নেতা মুজাফ্ফর হুসেন৷ তিনি বলেছেন এই তাণ্ডব রোধে এখনই তৎপর বন্ধ হওয়া উচিত প্রশাসনের৷ নেওয়া উচিত কঠোর পদক্ষেপ৷ পাশাপাশি, রাজস্থানের আলোয়ারে গরু পাচারকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় কেন্দ্রর দিকেই তিনি তার অভিযোগের তীর বিঁধেছেন৷

গোরক্ষার নামে মুসলিমদের উপরে সমগ্র দেশে যে অত্যাচার চলছে তা বন্ধ হওয়া প্রয়োজন৷ নাহলে আরও একবার দেশভাগ আসন্ন৷ তবে পিডিপি সাংসদের হঠাৎ এই বোধদয়ের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা কোনও মতেই অস্বীকার করতে পারছেন না বিশেষজ্ঞরা৷ তাঁদের মতে, সন্ত্রাস দমনে ব্যর্থ অভিযোগ তুলে জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে আগেই জোট ভেঙেছে বিজেপি৷ সংখ্যালঘু সরকার হয়ে পড়ায় মুখ্যমন্ত্রীর পদ খোয়াতে হয়েছে পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে৷ এমতঅবস্থায়, গোরক্ষার প্রসঙ্গ টেনে কেন্দ্রের বিজেপি সরকারকে পালটা চাপে ফেলার জন্যই পিডিপি সাংসদের এমন হুমকি বলে মনে করছেন তাঁরা।যদিও গণধোলাইয়ে মৃত্যু ও গোরক্ষার নামে উগ্র গেরুয়াপন্থীদের তাণ্ডব নিয়ে অনেকদিন ধরেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি৷ সুর চড়িয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷

please wait

No media source currently available

0:00 0:01:07 0:00

XS
SM
MD
LG