অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক নির্যাতনে সোমালিয়া শীর্ষে, বাংলাদেশ দশম স্থানে


সাংবাদিক নির্যাতনের দিক দিয়ে সোমালিয়া টানা তৃতিয়বারের মতো শীর্ষ স্থান দখল করেছে। কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের রিপোর্ট অনুসারে সোমালিয়ার সবচেয়ে বেশী পরিমানে সাংবাদিক হত্যার ঘটনা ঘটে চলেছে।

মঙ্গলবার প্রকাশিত 10th annual Global Impunity Index এ বলা হয় দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধে বিপন্ন সোমালিয়ায় গত এক দশকে দুই ডজন সাংবাদিক হত্যা করা হয়।

একইভfবে ৬ বছর গৃহযুদ্ধ থাকা সিরিয়া- এদিক দিয়ে দ্বিতীয় অবস্থান। সিরিয়ায় বিপুল সংখ্যক সাংবাদিক হত্যা করা হয় এবং হতাকারীদের কোনো বিচার হয়নি। ইরাকের অবস্থান তৃতীয়। ইরাকের বিভিন্ন স্থানে ইসলামিক ষ্টেটের প্রভাব থাকায় তাদের হাতে খুন হয় বহু সাংবাদিক।

এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিন সুদান এবং পঞ্চম স্থানে ফিলিইপাইনের নাম। সিপিজের প্রতিবেদনে ষষ্ঠ স্থানে মেক্সিকো, সপ্তম পাকিস্তান, অষ্টম ব্রাজিল, নবম রাশিয়া, দশম বাংলাদেশ, এগারোতম নাইজেরিয়া ও বারোতম স্থানে ভারতের নাম রয়েছে।

প্রতি বছর আফগানিস্তানের নাম প্রথমদিকে থাকলেও এবার আফগানিস্তানের নাম নেই। বলা হচ্ছে সেখানে সাংবাদিক হত্যার পরিমান কমেছে।

XS
SM
MD
LG