অ্যাকসেসিবিলিটি লিংক

সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান সিপিজের


নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নিহতের ঘটনায় অজ্ঞাতদের আসামী করে মঙ্গলবার একটি মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক মোজাক্কির গত শুক্রবার ওই সংঘর্ষে আহত এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান। এদিকে, সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ’’কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’’ বা সিপিজে।

এক বিবৃতিতে সংস্থাটির এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক আলিয়া ইফতেখার বলেন, সিপিজে সাংবাদিক বোরহান উদ্দিনের মৃত্যুতে শোকাহত। তিনি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ তথ্য তুলে আনতে কাজ করছিলেন। বিবৃতিতে তিনি বলেছেন, দ্রুততার সাথে হত্যাকান্ডের তদন্ত এবং দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সিপিজে এ বিষয়ে পুলিশের মন্তব্যের জন্য যোগাযোগ করলে কোন জবাব পাওয়া যায়নি। সিপিজের গবেষণায় দেখা গেছে, বিগত বছরগুলোতে বাংলাদেশের সাংবাদিকরা মামলা ও কারাদন্ডের শিকার হয়েছেন।

XS
SM
MD
LG