অ্যাকসেসিবিলিটি লিংক

তিন পাকিস্তানী ক্রিকেটারের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ


পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সেলিম বাট এবং দুই তুখোড় ক্রিকেটার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে পাতানো খেলার অভিযোগ। তারা লণ্ডনে ক্রিকেট কর্মকর্তা এবং বৃটেনে পাকিস্তানের হাই কমিশনারের সামনে সওয়াল-জবাবের সম্মুখীন হবেন। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলাকালে, তারা ম্যাচে অংশ নিতে পারবেন।


মালয়েশিয়ায় অবস্থানরত, এশিয়া ক্রিকেট পরিষদের প্রধান আশরাফুল হক এই ঘটনায় অত্যন্ত দুঃখিত। তিনি বলেন, ‘যা ঘটেছে এটা দুঃখজনক ব্যাপার। এটা কেবল পাকিস্তানকেই নয়, গোটা ক্রিকেটের ওপর প্রভাব ফেলেছে। ক্রিকেটকে বলা হয় –জেন্টলম্যানস গেম, এখানে যদি আমরা অসাধু পথ অবলম্বন করি, তা হলে সেটা খুবই খারাপ। আমি আরও দুঃখিত যে আমাদের এশিয়ার একটি দেশকে নিয়ে এই ধরণের কথা হচ্ছে’। তিনি বলেন, যদি তারা দোষী প্রমানিত হয়, তা হলে একটা দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে’।

XS
SM
MD
LG