অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলায় ক্রিকেট বিশ্বে উদ্বেগ


Armed police patrol the streets near to Manchester Arena in central Manchester, England, May 23, 2017.
Armed police patrol the streets near to Manchester Arena in central Manchester, England, May 23, 2017.

ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বাংলাদেশসহ ক্রিকেট বিশ্বে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ ইংল্যান্ডই আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও নারীদের ক্রিকেট বিশ্বকাপের আয়োজক। সে কারণেই নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ইতিমধ্যেই তারা বলেছে, নিরাপত্তার দিকটি আগে খতিয়ে দেখবে। পুরো নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলার অনুমতি দেয়া হবে না। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সবাইকে নিরাপত্তা দেয়ার দায়িত্ব তাদের। এ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, এটা অবশ্যই উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। উল্লেখ্য যে, আগামী ১লা জুন শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৮দিন ব্যাপী এ আসরে খেলাগুলো হবে ইংল্যান্ডের বিভিন্ন শহরে। আর মেয়েদের বিশ্বকাপ শুরু হবে ২৪শে জুন।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:42 0:00

XS
SM
MD
LG