শ্রীলংকার মাটিতে শ্রীলংকাকে হারালো বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল। বাংলাদেশের শততম টেস্টে এই জয় বড় প্রয়োজন ছিল। সাকিবের অনবদ্য ব্যাটিং এবং বোলিং আরেকবার মনে করিয়ে দিল তার অলরাউন্ড প্রতিভার কথা। সাকিবের দুই ইনিংসে ৬টি উইকেট আর প্রথম ইনিংসে ১১৬ রানের সুবাদে বাংলাদেশ শক্ত অবস্থানে ছিল। প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন তিনি। তারপরও মানতেই হয়, ভাল খেলেছে পুরো দল। মুস্তাফিজের বোলিং নাকাল করেছে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। শেষের দিকে তামিমের ৮২ রান জয় নাগালের মধ্যে এনে দিল টাইগারদের। চার উইকেটে জয়ী হলো বাংলাদেশ। সমতা ফিরে এলো সিরিজে।
খেলাটির বিভিন্ন দিক নিয়ে সাবেক ক্রিকেটার ঈউসুফ রহমান বাবুর সাথে কথা বলেছেন আহসানুল হক। বিস্তারিত শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।