অ্যাকসেসিবিলিটি লিংক

জয় দিয়ে শুরু হলো বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা


Bangladesh beats S Africa
Bangladesh beats S Africa

বাংলাদেশ ২১ রানে হারিয়ে দিল দঃ আফ্রিকাকে। সাকিব এবং মুশফিক দুজনেই অর্ধশতক হাঁকিয়ে দলকে এগিয়ে দেন বড় সংগ্রহের দিকে। মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক শেষের ওভারগুলোতে রান করে দলকে ৩৩০ রানের বড় স্কোর গড়ে দেন। এরপর বোলিং-এ মুস্তাফিজ, সাইফুদ্দিন, মেহেদী এবং সাকিব কোণঠাসা করে রাখেন প্রতিপক্ষকে।

জয় দিয়ে শুরু হলো বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা। বাংলাদেশ ২১ রানে হারিয়ে দিল দঃ আফ্রিকাকে। চমৎকার ব্যাটিং এবং বোলিং দিয়ে দঃ আফ্রিকাকে পুরো খেলায় নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। সাকিব এবং মুশফিক দুজনেই অর্ধশতক হাঁকিয়ে দলকে এগিয়ে দেন বড় সংগ্রহের দিকে। মাহমুদুল্লাহ এবং মোসাদ্দেক শেষের ওভারগুলোতে রান করে দলকে ৩৩০ রানের বড় স্কোর গড়ে দেন। এরপর বোলিং-এ মুস্তাফিজ, সাইফুদ্দিন, মেহেদী এবং সাকিব কোণঠাসা করে রাখেন প্রতিপক্ষকে। মুস্তাফিজ সর্বোচ্চ ৩ উইকেট নেন। সাকিব ব্যাট আর বলে দারুণ দক্ষতার পরিচয় দিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরষ্কার পান।

XS
SM
MD
LG